
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রিক্লেইম দ্যা নাইট: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর এই তিনটে শব্দ মুখে মুখে ঘুরছে আমজনতার। শুরু হয়েছিল আরজি করের ঘটনার পাঁচ দিন পর থেকে। ১৪ আগস্ট মধ্য রাতে রিক্লেইম দ্যা নাইট অথবা রাত দখল অভিযানে বেরিয়েছিলেন সারা রাজ্যের মহিলারা। তারপর বিভিন্ন ভাবে আন্দোলন হয়েছে, জল অনেক দূর গড়িয়েছে। কিন্তু এই তিনটি শব্দকে এক বিশেষ প্ল্যাটফর্মে ব্যবহার করে নতুন করে বিতর্ক উস্কে দিলেন রাত দখলের প্রধান প্রচারক নামে খ্যাত রিমঝিম সিনহা। ঠিক কী ঘটেছে?
লিঙ্কড ইন নামে চাকরি সম্পর্কিত এক সোশ্যাল মিডিয়া অ্যাপে অ্যাকাউন্ট রয়েছে রিমঝিমের। সেই প্রোফাইলে নিজের নামের তলাতেই লেখা রয়েছে ' রিক্লেম দ্য নাইট’ কি-ক্যাম্পেনার'। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৈরি হয়েছে বিতর্ক। রাত দখলে তো রাজ্যজুড়ে নারীরা রাস্তায় নেমেছেন। রিমঝিম যাকে প্রথম রাত দখলের অন্যতম কান্ডারি বলে ধরা হয় তিনি আন্দোলনকে সামনে রেখে কী চাকরির চেষ্টা করছেন? নয়তো চাকরি সম্পর্কিত একটি অ্যাপে আন্দোলনের প্রসঙ্গ আসবেই বা কেন?
তবে শুধু রাত দখল নয় এর পাশাপাশি রিমঝিম নিজের অন্যান্য পরিচয়ের কথাও লিখেছেন নিজের সেই অ্যাপের বায়োতে। সেখানে লেখা রয়েছে ট্রান্সলেটর, সাবটাইটেলার পরিচয়ের কথাও। রিমঝিমের বায়ো সামনে আসার পর তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আজকাল ডট ইনকে রিমঝিম জানান, 'দেখুন আমি ২০২৪ সালে দাঁড়িয়ে এটিকে শুধুমাত্র চাকরির অ্যাপ বলে মনে করি না। আরজি করের ঘটনার পর যখন সাধারণ মানুষ আন্দোলনে নেমেছেন তখন অনেকেই আমার সঙ্গে এই অ্যাপে যোগাযোগ করেছেন।
এমনকি অনেকে যোগ দিয়েছেন, এখনও কর্মসূচিতে রয়েছেন। সে কারণেই আমার বায়োতে লেখা হয়েছে। আন্দোলনকে হাতিয়ার করে বিপণনের কোনও উদ্দেশ্য আমার নেই।' কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ক্রমাগত এই পোস্ট ঘিরে 'বিরোধিতা' চলছে? রিমঝিমের সাফ জবাব, 'দেখুন যিনি প্রথম পোস্টটি ভাইরাল করেছেন তিনি প্রথম থেকেই আন্দোলনে বাধা দিতে চেয়েছিলেন। আমার মনে হয় এইসব দিকে মন না দিয়ে তাঁর দাবি পূরণের দিকে মন দেওয়া উচিত।'
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী